কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ গত বছর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে। ইতিমধ্যেই ২২ হাজার পর্ন সাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তার প্রেক্ষিতে কুড়িগ্রামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন- ২০১২ এর ৮ (৫) (ক) মোতাবেক কচাকাটা থানার ইনর্চাজ মামুনুর রশিদ এর নির্দেশক্রমে এসআই শাহিনুর ইসলাম ও এএসআই আনারুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে গাবতলা বাজারে রিপন ডাউনলোড সেন্টার হতে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে ১জনকে আটক করা হয়েছে। এ সময় তার ১টি কম্পিউটার জব্দ করা হয়। আটকৃত হলেন রিপন মিয়া (২৬), আসামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, পর্নোগ্রাফি ধর্ষণের অন্যতম একটি কারণ এ জন্য পুলিশ সুপারের নির্দেশ ক্রমে অভিযান চালিয়ে ১জনকে আটক করা হয়েছে এবং তার একটি কম্পিউটার জব্দ করা হয়। পর্নোগ্রফি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।