ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ/১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উপলক্ষে (১৭-২৩ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির উপস্থিত সাংবাদিকদের সামনে মৎস্য সেক্টরের উন্নয়ন সাধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করেন। এ সময় প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সম্পাদক এমদাদুল হক মন্টু, সাংবাদিক মনজুরুল ইসলাম, আরমান আলী,শামসুজ্জোহা সুজন, আসাদুজ্জামান খোকন,রবিউল আলম লিটন, আব্দুল জলিল সরকার ও এএস খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *