এমদাদুল হক মন্টু,ভুরুঙ্গামারী থেকেঃ
ভুরুঙ্গামারী থেকে হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র শাফিউল ইসলাম সাজিবের সরকাররী চাকুরী হওয়ায় ভুরুঙ্গামারী থানার ওসি পিতামাতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান।
জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের হত দরিদ্র মোবারক আলীর মেধাবী পুত্র ডাঃ শাফিউল ইসলাম সাজিব এমবিবিএস পাশ করে বিসিএস পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পর চিকিৎসক পদে আবেদন করলে তার চাকুরী হয়। এদিকে ভুরুঙ্গামারী থানায় তার পুলিশ ভেরিফিকেশন আসলে শিক্ষানুরাগী ওসি ইমতিয়াজ কবির তার সাফল্যে পিতামাতাকে উৎসাহ যোগাতে বৃহস্পতিবার বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকলকে মিষ্টি মুখ করান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার এসআই ওসমান গনী,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু ও এশিয়ান বাংলা নিউজ,ডট কম’র সম্পাদক ও প্রকাশক মনজুরুল ইসলাম। এ সময় ওসি পুত্রের সাফল্যে পিতামাতাকে ধন্যবাদ জ্ঞাপন করে সকল অভিভাবককে তাদের সন্তানকে মেধাবী করে গড়ে তোলার আহবান জানান। উল্লেখ্য শিক্ষানুরাগী ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির থানার যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের তার নিজ তহবীল থেকে বই খাতা ক্রয়ের জন্য আর্থিক সাহায্য প্রদান করে আসছেন।