এশিয়ান বাংলা ডেস্ক নিউসঃ নাগেশ্বরীতে সন্ত্রাসী কর্তৃক সংখ্যা লঘুদের জমি দখল করে উচ্ছেদ করার অপচেষ্টা করছে একটি পরিবার। কুড়িগ্রামের নাগেশ্বরীর নেওয়াশী গোবর্দ্ধনেরকুটি কানিপাড়ার শ্রী অবিনাস চন্দ্র,সুবাস চন্দ্র ও বিধু চন্দ্র জানায় আমার কাহার সমুদয় সম্পত্তি আমার বাবার মৃতর আগে নিকট বিক্রয় করে। ঔ জমি আমাদের নামে নামজারী সহ খাজনা দিয়ে আমরা ভোগ দখল করছি। একই গ্রামের মৃত শহর উল্যার পুত্র নুর ইসলাম আমার কাহাত ভাইয়ের কোন জমি না থাকা সত্বেও তাকে ডেকে নিয়ে গোপনে একটি ভূঁয়া দলিল করে। সেই কাহাত ভাইয়ের কোন পৈত্রিক সম্পত্তি না থাকায় সে বর্তমানে কুড়িগ্রাম সদর পাটেশ্বরীতে বসবাস করে। সন্ত্রাসী নুর ইসলাম আমাদের নিকট ইতিপূর্বে ৭/৮শতক জমি ক্রয় করে সেই জমিতে বসতবাড়ী করে আছে। গত ২ফেব্রæয়ারী/১৯ নুর ইসলাম ও তার দুই ছেলে আদম আলী ও মালেক জোর করে জমিতে ধান লাগানোর উদ্দেশ্যে পানি ছারিলে শ্রী বিধু চন্দ্র, লিটন চন্দ্র ও সুবাস চন্দ্র বাঁধা দিতে গেলে তাদেরকে রাম দাঁ দিয়ে চোট মেরে জখম করে দেয়। ভয়ে বর্তমানে ওই হিন্দু পরিবারটির একজন নিজ বাড়ী ছেরে ফুলবাড়ী থানায় তার শশুরবাড়ীতে অবস্থান করছে। অপরদিকে বর্তমানে ভাই ভাতিজা সহ পরিবারের সদস্যদের নিয়ে তারা অতঙ্কে দিন কাটাচ্ছে। এক বছর যাবৎ উক্ত জমিটি পতিত আছে জমির মালিক ভয়ে জমিতে ফসল ফলানোর সাহস পাচ্ছে না। জমির পাশ দিয়ে হেটে গেলেও রাম দা দিয়ে কোপায়ে ইন্ডিয়া পাঠিয়ে দিবে বলে ভয় দেখাচ্ছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় একটি মামলা হয়েছে মামলা নং-০৩/১৯। নাগেশরী থানার এস আই তাজেদার আলম ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *