বিশেষ প্রতিনিধিঃ
“ধর্ষণের মতো জঘণ্য ও পাশবিক নির্যাতন আমাদের নিষ্পাপ শিশু তথা ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের পথে অশনি সংকেত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়ন যুব ফোরাম এর নেতৃত্বে বুধবার সকালে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও কর্মীসহ সচেতন ব্যক্তিবর্গরা। সম্প্রতি ধর্ষণের মত ঘৃণ্য কাজ না করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে জয়মনিরহাট ইউনিয়ন ফেডারেশন যুব ফোরাম এই উদ্যোগ গ্রহন করে। যুব ফোরামের সদস্যরা মনে করে সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করা এবং ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক এ সমস্যা থেকে বেড়িয়ে আসা সম্ভব। এ বিষয়ে ৬ নং জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, প্যানেল চেয়ারম্যান, যুব ফোরামের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও বলেন যুবরাই দেশ ও সমাজের উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করবে। আজ জয়মনিরহাট ইউনিয়নের ন্যায় সারা দেশে যুবরা এগিয়ে আসলেই ধর্ষণ, মাদক ও বাল্যবিবাহের মত সামাজিক সমস্যা খুব সহজেই সমাজ থেকে দূরীভূত হবে বলে আমার বিশ^াস। উল্লেখ্য যে, সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ দূরীকরণে ইউনিয়নে যুব ফোরাম এর সামর্থ্য বৃদ্ধিতে কাজ করছে।