ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে ধরা ও মাথাকাটা গুজবে আতংকিত না হওয়ার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচারনায় নেমেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। জনগণকে সচেতন করার লক্ষ্যে রোববার (২৮ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে জনসচেতনামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, ওসি ইমতিয়াজ কবির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লা-হেল-বাকী, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ প্রমূখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, পুলিশ, গ্রাম পুলিশ, হিন্দু ধর্মীয় নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশগ্রহন করে। উল্লেখ্য গুজব প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশ সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করছে। র‌্যালী ও আলোচনা সভা তারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *