বিজয় রায়, রানীশংকৈল প্রতিনিধিঃ-
শিশুদের দলগত পরিবেশনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষার্থীদের মাঝে এক মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তর রাণীশংকৈল এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় । উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মকসেদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়,মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা , জনস্বাস্থ্য কর্মকর্তা তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা সহকারি কর্মকর্তা বেলাল উদ্দীন সরকার, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মুঞ্জুরুল এলাহী, ঘনশ্যাম রায়, সীমান্ত কুমার বসাক, ভান্ডারা সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক গপেন চন্দ বর্ম্মন প্রমুখ । মৌসুমী প্রতিযোগিতায় উপজেলার কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক ৩০ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় ।