ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অগ্নিকান্ডে তিনটি বাড়ি ভস্মীভুত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানাগেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া(সতিপুরী) গ্রামের মৃত আব্দুল লতিফ প্রামানিকের পুত্র ছুমির উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। আনুমানিক রাত তিনটার সময় গোয়াল ঘর থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে উক্ত ছুমির প্রামানিক,তার দুই পুত্র মাহবুবুর রহমান ও আসাদুল হকের ৩টি গরু,১টি খাসী,ধান,পাট ও আসবাবপত্র সহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় এছাড়া বাড়ির মালামাল সরাতে গিয়ে মাহবুবুর রহমান(৩০) নামে একজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। সকালে বলদিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে ৩ পরিবারে প্রত্যেকে ২ হাজার টাকা সহায়তা প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী জানান,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাড়িঘর নির্মাণে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।