ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ছোটখাটামারী মিলনী স্কুলপাড়া নামক গ্রামে। জানাগেছে ৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় একই গ্রামের মৃত তনি পোদ্দারের পুত্র ফরমান আলী(৬০) তার প্রতিবেশীর শিশু কন্যাকে চকলেটের প্রলোভন দিয়ে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে উক্ত লম্পট ফরমান আলী পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে উক্ত শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে । ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন আটককৃত ফরমান আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।