এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) :

ঝিনাইদহের শৈলকুপায় প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সমিতির সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা সমিতির আহবায়ক খসরুল-উল আলম, উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি মাজেদুর রহমান, ফারজানা ববি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপদেষ্টা শরিফা খানম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সাইফুল ইসলাম রকিব, আব্দুল মালেক, রোকনুজ্জামান উজ্জল, হাসানুজ্জামান তুহিন, রতন কুমার দাস, রাজিবুল হাসান ও মাহবুবুল ইসলাম জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন