নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের কৃষক আবুল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ।

শুক্রবার সকালে কুজিপুকুর-ঈশ্বরদী সড়কের রামকান্তপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবার, মহিলাসহ এলাকার সর্বস্থরের মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহদীর রহমান উজ্জল, সমাজ সেবক মহির উদ্দিন মোল্লা, ওমর আলী সরদার প্রমুখ। বক্তারা বলেন, ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে প্রকাশ্য দিবালোকে রামকান্তপুর গ্রামের আয়নাল হক পার্শ্ববর্তি ধানাইদহ গ্রামের আরো ৩জনের সহযোগীতায় আবুল হোসেনকে লাঠি ও লাহার রড দিয়ে পিটিয়ে করে হত্যা করে। এঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে ২০ ফেব্রুয়ারী ২০১৫ থানায় মামলা করেন। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও তার বিচার সম্পন্ন হয়নি ফলে আসামীরা জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারসহ স্বাক্ষীদের ভয়ভিতি দেখাচ্ছে। তারা অনতিবিলম্বে আবুল হোসেনকে হত্যার বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন