এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাঁপের ছোবলে আপন দুই ভায়ের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে নাগপাড়া গ্রামের মৃত নবাব মন্ডলের দুই ছেলে কৃষক শাহিন (২৮) ও ১ম শ্রেনীর ছাত্র সোহান (৮) দুইভাই একই বিছানায় ঘুমিয়ে ছিল। ঘুমন্ত সোহানের মাথায় সাঁপে ছোবল দেওয়ার পর শাহিন জেগে উঠলে তাকেও দংশন করে। এসময় তাদের চিৎকারে বাড়ির লোকজন উঠে এসে সাঁপটিকে মেরে ফেলে। গভীর রাতেই তাদেরকে শৈলকুপা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া যাওয়ার পথে পথিমধ্যেই ছোট ভাই সোহানের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই শাহিন মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।