ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে গরু মোটাতাজাকরন বিষয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ,ভূরুঙ্গামারীর আয়োজনে শিলখুড়ি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন মূল্যায়ন করেন।উল্লেখ্য, উত্তর বঙ্গের সাতটি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্ম সংস্থানের সুযোগ সুষ্টি শীর্ষক প্রকল্পের (২য় পর্যায়) আওতায় প্রায় অর্ধ শতাধিক যুব ও যুবমহিলাকে প্রশিক্ষন দেয়া হয়।