ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ডিবি পুলিশের মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় একটি বসত ঘরে তল্লাসী করে ৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে। এ সময় ঐ ঘরের কর্তা মো. কাঞ্চন মোল্লা ও তার জামাতা সুমন হাওলাদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে সশ্রম কারাদন্ড দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধূরী। এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী। জব্দকৃত জাল রাতেই উপস্থিত জনগনের সামনে আগুনে পুড়ে ফেলা হয়।