ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুর্নবাসন কর্মসুচির আওতায় উপজেলার ১০ জন ভিক্ষুককে দু’টি করে ছাগল প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনা বেগম মীরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম,সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুড়িগ্রামে ভিক্ষুক পুর্নবাসন কর্মসুচির আওতায় জেলার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন অনুদান হিসাবে গ্রহন করা হয়। আর এ অর্থ দিয়েই প্রত্যেক উপজেলায় ভিক্ষুক পুর্নবাসন কর্মসুচির কাজ চলছে।