ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলার ৪নং পাইকেরছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মোঃ মজনু মিয়া সভাপতি ও মোঃ সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক র্নিবাচিত হয়েছে।
গত শনিবার বিকেলে পাইকেরছড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ৪ নং পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা সরকারি প্রা.বিদ্যালয়ে ৯নং ওয়ার্ড শাখা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা-১৪৪ এর মধ্যে উপস্থিত ছিলেন ১২৫ জন। র্নিবাচনে ব্যালটের মাধ্যমে মোঃ মজনু মিয়া ৫৬ ভোট পেয়ে সভাপতি র্নিবাচিত হন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বছির উদ্দিন(আর্মি) ৫১ ভোট পান। মোঃ সাইদুল ইসলাম ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক র্নিবাচিত হন ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাকিম ৬১ ভোট পান।