বিশেষ প্রতিবেদকঃ
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে রাজারহাট উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াসমিন বেগম, ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, শিক্ষক শেখ মোঃ মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মহিদেব সংস্থার ললিতা রানী প্রমুখসহ তিনটি স্কুল ও মাদ্রাসার অনেক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।