ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভূরুঙ্গামারী থানায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিশু কিশোর অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন কচাকাটা- ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়ার এএসপি শওকত আলী, ওসি ইমতিয়াজ কবির, ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুকুল চৌধুরী, সদস্য সচিব আনোয়ারুল হক প্রমুখ। উল্লেখ্য ২৬ অক্টোবর দেশব্যাপি কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে “ পুলিশ আমার বন্ধু” এই প্রতিপাদ্যের বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।