এইচ,এম ইমরান, শৈলকুপা :

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা থানার আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে পুলিশ, জনতা, রাজনীতিবিদ, ক্রীড়া সংস্থা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মিলু মিয়া বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সহকারী পুলিশ সুপার (প্রবি) মহিউদ্দিন মিরাজ, ওসি (তদন্ত) গোলাম মোহসীন, কচুয়া তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) পিয়ার আলী, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন, মোল্লা, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *