ঝালকাঠি প্রতিনিধি: পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে নিয়ে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ঝালকাঠি পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু । প্রধান আলোচক ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম-বার,পিপিএম) আইনজীবী সমিতির সভাপতি পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান রসূল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ- আলম , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার, সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান।
এসময় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।