নাগেশ্বরী, প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশিং ডে’২০১৯ উপলক্ষে র্যালি, কেক কাটা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগেশ্বরী থানার আয়োজনে ২৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানা কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন এবং পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুলিশিং কমিটি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি শফিকুল বারী জিন্নার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি এএসপি (সার্কেল) লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ।