ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মৎস অভিযানের খবর মোবাইল ফোনে জেলেদের কাছে ফাঁস করে দেয়ার অপরাধে ঝালকাঠি ডিসি অফিসের এক অফিস সহায়ককে(পিওন) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া ওই সহায়কের নাম আব্দুল বারেক। সে জেলা ডিসি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরীরত। শনিবার দুপুরে এনডিসি মো. বশির গাজীর কাছে সে হাতেনাতে ধরা পড়ে।
এনডিসি বশির গাজী বলেন, বারেকের নামে অভিযোগের ভিত্তিতে তার মোবাইলটি আমি চেক করে অভিযোগের সত্যতা পাই ।এর আগেও সে একই কাজ করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। আজ শনিবার তার মোবাইল ফোনটি আমার হাতে নিলে বিষয়টি নিশ্চিত হই।
নিষেধাজ্ঞা উপক্ষো করে শনিবার সুগন্ধায় ইলিশ শিকার করার অপরাধে ইকবাল নামে এক জেলেকে ভ্রাম্যমান আদালতে ১ বছর কারাদন্ড দেয়া হয়েছে বলে জানান।