ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন ৩২ বছর ধরে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজোর রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মৃৃৃত মোঃকরম আলী মোল্লার সন্তান। সৎ, চরিত্রবান, আদর্শ, শিক্ষিত জাতি গঠনের নেতৃত্ব তৈরি করে দেশকে এগিয়ে নিতে এ মহান শিক্ষকতায় যোগ দেন।
শিক্ষা জীবনের হাতেখড়ি নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭৬ সালের এসএসসি,১৯৭৮ সালে এইচএসসি, ১৯৮১ সালে অর্নাস, ১৯৮২ সালে এমএ, ১৯৮৬ সালে ইসলামি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসাবে প্রায় ০২(দুই) বৎসর চাকরি করার ফাকে ১৯৮৫ সালের ৭ম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে ৩০ জানুয়ারি ১৯৮৮ সালের শরীয়তপুর সরকারি কলেজে যোগদান করেন। ১৯৯২ সালে ১৫ আগষ্ট বদলী হয়ে সহকারী অধ্যাপক হিসেবে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে আসেন।২০০১ সালের ৫ জুলাই সহকারী অধ্যাপক পদন্নোতি হয়ে ফরিদপুরের রাজবাড়ী সরকারি কলেজে যোগদান করেন । ২০০১ সালের ৩ অক্টোবর বদলী হয়ে সরকারি রাজেন্দ্র কলেজে আসেন।২০০৫ সালের ৯ জানুয়ারি শরীয়তপুর সরকারি কলেজে সহযোগী অধ্যাপক পদোন্নতি হয়ে যোগদান করেন।২০০৫ সালের ৭ জুলাই বদলী হয়ে ফরিদপুর সরকারি টি টি কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের ৫ আগষ্ট বদলী হয়ে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে আসেন। ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর বদলী হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওএসডি হিসেবে যোগদান করেন।২০০৯ সালের ১৬ নভেম্বর বদলী হয়ে উপাধ্যক্ষ হিসেবে ফরিদপুর সরকারি টিটি কলেজে যোগদান করেন। ২০১১ সালের ১০ সেপ্টেম্বর বদলী হয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজে আসেন। ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি বদলী হয়ে সহযোগী অধ্যাপক হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজে আসেন। ২০১৬ সালের ৪ অক্টোবর পদোন্নতি পেয়ে অধ্যাপক হিসেবে সরকারি বঙ্গবন্ধু কলেজে যোগদান করেন।২০১৮ সালের ২১ জুলাই পদায়ন হয়ে ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

শিক্ষকতার পাশাপাশি জাপানকে অনুসরণ করে ১৯৯৭ সালে এক দর্শন সৃষ্টি করেছেন যার নাম সাপান।ইংরেজিতে SAPAN এর পূর্ণরুপ Social Advancement& Peace Arrangement For New Generation যার অর্থ নতুন প্রজন্মের সামাজিক উন্নয়ন ও শান্তির আয়োজন।সাপান শিক্ষা পল্লী যেখানে রয়েছে সাতটি প্রতিষ্ঠান।

অধ্যক্ষ আনছার উদ্দীন সময় শ্রম মেধা ও অর্থ দিয়ে নতুন প্রজন্মকে যুগোপযোগী বিজ্ঞান ভিত্তিক কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও যোগ্য মানবসম্পদ রুপে তৈরি করতে চান। এই লক্ষ্যে তিনি উপরে উল্লেখিত কর্মময় জীবন পরিচালিত করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকায় কর্মমুখী শিক্ষা কেন্দ্রীক সাপান শিক্ষা পল্লী গড়ে তুলেছেন। তিনি তার লক্ষ্যের বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন