নাটোর প্রতিনিধি:
নাটোরের ১২১১ জন শিশুদের উপস্থিতিতে নানা পরিবেশনার মধ্যদিয়ে জাঁকজমক পূর্ণ ভাবে উদযাপন করা হলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।সকালে নাটোর রাজবাড়ীর মুক্ত মঞ্চে আন্তর্জাতিক বেসরকারী সংস্থা রুম টু রিডের আয়োজনে দিনব্যাপী চলে এই আয়োজন। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। পরে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ , পুলিশ সুপার লিটন কুমার সাহা, রুম টু রিডের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদীন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (জিইপি) রুকসানা আক্তারসহ অন্যরা।বক্তারা ধর্মীয় গোড়ামি ও সকল বাধা পেড়িয়ে কন্যা শিশুদের এগিয়ে যেতে উৎসাহ দিতে সকলের প্রতি আহবান জানান।পুরো অনুষ্ঠান জুড়ে ছিল কন্যা শিশুদের নাচ গান আবৃত্তিসহ নানা পরিবেশনা।