ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ২৯.১০.১৯
দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানী পুনরায় শুরু হয়েছে। সোমবার বিকেলে ১০ চাকার ৩টি ট্রাক পাথর নিয়ে সোনাহাট স্থল বন্দরে প্রবেশের মাধ্যমে এ বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়। উল্লেখ্য, ভারতীয় ব্যবসায়ীরা ৪ চাকার ট্রাক ছাড়া পণ্য দিবেনা আর বাংলাদেশী ব্যবসায়ীরা ১০ চাকার ট্রাক ছাড়া পণ্য নিবেনা এনিয়ে দ্বন্ধের কারনে দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর সোমবার ভারতীয় ব্যবসায়ীরা ১০ চাকার ট্রাকে পণ্য পাঠায়। সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন জানান,গত সোমবার ৩ ট্রাক পাথর ঢুকেছে এবং এখন থেকে নিয়মিত পাথর ঢুকবে বলে জানান।