নাগেশ্বরী থেকে মোঃ মসলেম উদ্দিন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ফিতা কেটে ল্যাবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা নুর আহমেদ মাছুম, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাদের সরকার, আব্দুল বারেক, আশরাফুল আলম, মোস্তাফিজার রহমান, শফিউল আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেরুজ্জামানসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।