হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে পানি ও স্যানিটেশন (ওয়াশ) কার্যক্রম সহায়তা নিয়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শায়ান আলী, ইউনিসেফ’র ওয়াশ কর্মকর্তা রুহুল আমিন, ইমার্জেন্সে কর্মকর্তা হাফসা রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় পানি ও স্যানিটেশন কার্যক্রম নিয়ে পূর্ব প্রস্তুতি, তাৎক্ষণিক সহায়তা ও সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে আন্ত:সমন্বয় বৃদ্ধির উপর গুরুদ্ব আরোপ করা হয়। ইউনিসেফ এর সহযোগিতায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন