রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-
ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল পৌর আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পাবলিক লাইব্রেরী মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আ’লীগের কাউন্সিলদের প্রত্যক ভোটে সভাপতি পদে বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম সরকার ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সাধন বসাক ৬০ এবং নাজমুল আলম নজু ১৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা ও ভিপি বর্তমান পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক রফিউল ইসলাম ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক মহাদেব বসাক ১১৪ ভোট পেয়ে পরাজিত হন।
সম্মেলনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তাজউদ্দীন আহম্মেদ সহ নেতৃবন্দ। বিকাল ৪ ঘটিকা থেকে ৭টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোট ভোটার ছিলেন ২৫৫ জন। ভোট বাতিল হয়েছে ৫টি।
ভোট গ্রহণের পূর্বে আ’লীগের দলীয় কার্যালয়ের পাশের্ব পাবলিক লাইব্রেরী মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) তাজউদ্দীন আহম্মেদ উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মহাদেব বসাক।
কমিটি প্রসঙ্গে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রফিউল ইসলাম বলেন,আমার প্রথম কাজ হবে প্রবীণ ও ত্যাগী নেতাদের সাথে নিয়ে পূর্ণাঙ্গ ওর্য়াড কমিটিগুলো গঠনসহ পৌর আ’লীগকে শক্তিশালী করা।
নির্বাচন কমিশনার তাজউদ্দীন আহম্মেদ বলেন, অবাধ নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন