ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ২ জন আহত। থানায় মামলা দায়েরের ৫দিন পেরিয়ে গেলেও আসামী গ্রেপ্তার করেনি পুলিশ অভিযোগ এলাকাবাসীর।
জানাগেছে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া(ময়নাতলা) গ্রামের মৃত শুকুর আলীর পুত্র শফিকুল ইসলামের সাথে তার ভাই আব্দুর রাজ্জাকের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। আব্দুর রাজ্জাক উক্ত শফিকুলের জমি দখলের বিভিন্ন পায়তারা করে আসা অবস্থায় গত ১৮ নভেম্বর সকালে শফিকুলের জমিতে গাছ রোপন করার সময় উক্ত শফিকুল,তার স্ত্রী ও বড় ভাই বাধা দিতে গেলে আব্দুর রাজ্জাক,রাজ্জাকের জামাতা আবু হানিফসহ সংঘবদ্ধরা দা,কুড়াল,লাঠি সোঠা নিয়ে শফিকুল ও তার বড় ভাই আব্দুস ছবুরকে কুপিয়ে আহত করে। আহতদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এদিকে শফিকুলের স্ত্রী ফিরুজা বেগম বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় ঐদিনই আব্দুর রাজ্জাক,মাসুম,আবু হানিফসহ ৫ জনের নামে একটি মামলা দায়ের করে যার জিআর নং ২৪৯/১৯। মামলা দায়েরের ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামী গ্রেপ্তার না করায় হতাশায় ভুগছে শফিকুল ইসলামের পরিবরার। এলাকাবাসী দ্রুত আসামী গ্রেপ্তার করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী এসআই আব্দুল আউয়ালের নিকট জানতে চাইলে তিনি জানান,আসামী পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুরুঙ্গামারী থানার ওসি(তদন্ত) জাহিদুল ইসলাম জানান,আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।