সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ের এক বাসা থেকে রবিবার রাত ১১ টার দিকে খাতিজা (৩০) নামের এক অন্তসত্ত্বা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই রাতে বাসায় একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাতিজার লাশ উদ্ধার করে পুলিশ। পরেরদিন সোমবার সকালে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে প্রেরণন করা হয়েছে।
এ ঘটনায় সাপাহার থানায় হত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, এ ঘটনায় মহিলার স্বামী মহব্বত আলী কে গ্রেফতার করা হয়েছে।