এইচ,এম ইমরান, শৈলকুপা :
২৮তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে “অভিগম্য আগামীর পথে” শ্লোগানে উপজেলার মদনডাঙ্গা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এ আয়োজন করে।
প্রতিষ্ঠান প্রধান শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখপাড়া দু:খী মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ও প্রত্যয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান মাখন, ডিএম কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও ত্রিবেনী ইউপি সদস্য আজাদুর রহমান প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের ১২৬ শিক্ষাথর্ীসহ শিক্ষক, কর্মকতার্-কর্মচারীরা উপস্থিত ছিলেন।