কুড়িগ্রাম প্রতিনিধি :
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি।’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। শনিবার সকালে পরিবার কল্যাণ অফিসে কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াছমিন। ৭ থেকে ১২ ডিসেম্বর এই প্রচারণা সপ্তাহ চলবে।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *