ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ম শ্রেনীর এক ছাত্রিকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটক যুবক মিজানুর রহমান উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের পান মাহামুদের ছেলে। মেয়েটির পরিবারের লোকজন জানায় ধর্ষনের শিকার মেয়েটি আটক মিজানুরের ভাতিজির বান্ধবি। সেই সুত্রে মিজানের বাড়িতে যাতায়াত ছিলো। প্রায় মাসখানেক আগে ওই বাড়িতে বান্ধবির খোজে যায় মেয়েটি। এসময় বাড়িতে মিজানুর একাই ছিলো। এই সুযোগে মিজানুর তাকে জোরপূর্বক ধর্ষন করে এবং পরিচিত একজনের মুঠো ফোনে দৃশ্য ধারন করে। পরে ভিডিও ফাস করে দেয়ার হুমকি দিয়ে একাধিক বার মিলিত হতে বাধ্য করে তাকে । পুলিশ জানায়,মঙ্গলবার ওই মেয়ের এক আত্মীয় স্বজনরা থানায় পুলিশকে জানালে বিকালে মিজারুরকে আটক করা হয়। পরে থানায় নিয়ে এসে জিঙ্গাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মিজানুরকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।