স্টাফ রিপোর্টার
ভুরুঙ্গামারীর বাশজানীতে
রোটারী ক্লাব অব রংপুর এর উদ্দোগে শুক্রবার সকালে আজিজার রহমান পাঠাগারের সামনে ১০০ অসহায় গরীব দুঃখীদের মাঝে শীত বস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।রোটারী ক্লাব এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানীত কোষাধ্যক্ষ রোটারী মোঃ মিজানুর রহমান মিজান পি,এইচ,এফ এবং সম্মানীত সার্জেন্ট এ্যাড আর্মস -২ রোটারী ডাঃ মো মেফতাউল ইসলাম মিলন পি,এইচ,এফ।এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশজানী উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ শামীম হোসেন,লুৎফর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,
এবছর ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে পরবর্তী বছরেও শীতবস্ত্র বিতরণের এই ধারাবাহিকতা বজায় রাখা হবে।