কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনারের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কৃঞ্চপুর পালপাড়ায় অবস্থিত শ্রীরামকৃঞ্চ আশ্রমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার (রাজশাহী) এইচ.ই শ্রী সঞ্জিভ কুমার ভাটি।।
বিতরণ অনুষ্ঠানে শ্রী রামকৃঞ্চ আশ্রমের উপদেষ্টা ফনিন্দ্রমোহন সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার, দুপ্রকের সভাপতি সামিউল হক নান্টু, মহিলা পরিষদ নেত্রী নন্দিতা চক্রবর্তী, আশ্রমের সভাপতি অমল ব্যাণার্জি, সেক্রেটারী উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।