কুড়িগ্রাম প্রতিনিধি :
‘সোনার বাংলায় মুজিববর্ষে সমাজকল্যাণ এগিয়ে যায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ দিবসের র্যালী উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান।
র্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকোনুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফার সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কলেআল কুমার রায়,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা তথ্য অফিসার শাহজাহান প্রমুখ।