কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাজেদুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।