ঝালকাঠি প্রতিনিধি: মুক্তমনের সাংবাদিক সংগঠন স্লোগানবাহী ঝালকাঠির নব গঠিত সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরাম নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে।
বৃহস্পতিবার বেলা ৩ টায় জেলা প্রশাসক মো. জোহর আলীকে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানায় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক সংগঠনের এ নবযাত্রায় জেলা প্রশাসক সাংবাদিকদের অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মো: মনির হোসেন, সহ সভাপতি মোঃ মিজানুর, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মো: খাইরুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৌশিক বড়াল, সদস্য সৈয়দ রুবেল ও ইমান বিমান সহ মিডিয়া ফোরামের সদস্যবৃন্দ।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তমনের সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।