এইচ,এম ইমরান, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছ্।ে আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী ও চরমৌকুড়ী গ্রামবাসীদের মধ্যে।
পুলিশ জানায়, বড় মৌকুড়ী গ্রামের মিথুনের সাথে পাশ্ববতর্ী উত্তর কচুয়া গ্রামের ছিদ্দিক এর মেয়ে শিমুর ২০১৪ সালে বিয়ে হয়। গত একমাস আগে শিমু মিথুনকে তালাক দেই। পরে শিমু আবারো মিথুনের সাথে সংসার করবে বলে ইচ্ছা পোষন করলে চরমৌকুড়ী গ্রামের লোকজন মিথুনের বাড়ীতে শিমু কে তুলে দেওয়ার চেষ্টা করলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঈমান আলী, তুহাব মন্ডল ও সমির মন্ডলসহ ৫জন আহত হয়। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থনার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানায়, বড় মৌকুড়ী ও চরমৌকুড়ী গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় পুলিশ মোতায়েত করা হয়েছে।