এইচ,এম ইমরান, শৈলকুপা :
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে ১৭৮পিচ ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার কচুয়া বাজারে অভিযান চালায়। এসময় কচুয়া বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে কুমারখালী খোদ্দ ভালুকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল রানাকে আটক করে। তার দেহ তল্লাশী করে ১৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও আটককৃত মাদক ব্যবসায়ীকে শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়।