ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বয়স্ক ভাতার টাকা খোওয়ানো বৃদ্ধা মমিরন বেগমকে পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইমতিয়াজ কবির পুলিশ সুপারের পক্ষে বৃদ্ধার হাতে নগদ পাঁচ হাজার টাকা ও দুটি কম্বল তুলে দেন। পুলিশের আর্থিক সহযোগিতা পেয়ে বৃদ্ধা মমিরন বেগম অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, আর যেন কেউ এরকম এরকম ঘটনার শিকার না হয়।
উল্লেখ্য যে, বুধবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা চত্তরের সমাজসেবা অফিস থেকে তিন মাসের বয়স্ক ভাতার ১৫শ’ টাকা তুলেন তিনি। টাকা তোলার পর উপজেলা পরিষদ চত্তরে আসলে একজন যুবক গুনে দেয়ার কথা বলে টাকাগুলো হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি সংবাদকর্মীদের নজরে আসার পর এশিয়ান বাংলা নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন। এদিকে বেশ কয়েকটি সামাজিক সংগঠন বৃদ্ধা মমিরন বেগমকে সহযোগিতা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। মমিরন বেগম ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর বারুইটারী গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩৭ সালে। বয়সের ভারে ঠিকমত কথা বলতে পারেন না তিনি। স্বামী মারা যাবার পর থেকে তিনি ছেলের সাথে আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুঠি গ্রামে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন