।।গোলাম মোস্তফা রাঙ্গা।।
১৮ জানুয়ারি শনিবার বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের বাড়ীর উঠানে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কুড়িগ্রাম বাছড়া আজিজিয়া সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক, কুড়িগ্রাম জেলা মোফাচ্ছের পরিষদের সভাপতি ও রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ফারুকী এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন লালমনিরহাট সদর উপজেলার মহিন্দ্রনগর ইউনিয়নাধীন বাজে মজরাই পশ্চিম হাতুড়া কাওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী তারিক বিন আজাদ ও তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেন কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করেন গোলাম মোস্তফা রাঙ্গা। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আন-নাহদা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।