ঝালকাঠি প্রতিনিধি:গ্রেড পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন কর্মসূচী শুরু করে জেলা প্রশাসকের কর্মরত কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে এ কর্মসূচী শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সহ-সভাপতি অমল কৃষ্ণ রায়, সাধারন সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ। সোমবার সকাল ৯টায় কর্মবিরতি শুরু হয়ে১১টায় শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচী পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবী বাস্তবায়নে এ কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়াও আগামীকাল থেকে কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ জানুয়ারী হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারী হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারী হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ৪ঘণ্টা এবং ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারী সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচী পালন করা হবে বলেও জানান কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন।