এইচ,এম ইমরান, শৈলকুপা :
ঝিনাইদহে ট্রাফিক পুলিশের হাইড্রোলিক হর্ন, অবৈধ যান ও এলইডি লাইট এবং যত্রতত্র গাড়ী পার্কিং বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে জেলার শৈলকুপা উপজেলায় এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান। এসময় ব্যাটারী চালিত ভ্যান, ইজিবাইক ও থ্রি হুইলার মাহেন্দ্র গাড়ীর অবৈধ এলইডি লাইট ভেঙ্গে ফেলা হয়। একই সাথে বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ যান আটক ও রাস্তার ধারে যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
শৈলকুপা পৌর এলাকার কবিরপুরসহ গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান প্রধান সড়কে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশনা মোতাবেক জেলাব্যাপী এ অভিযান চলমান রয়েছে। অভিযানে অংশ নেন ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, টিআই নুরুল ইসলাম, ইমরান হোসেন, সাদ্দাম হোসেন ও শৈলকুপা থানার পুলিশের এসআই হারুন অর রশিদ চৌধুরী।