নাগেশ্বরী থেকে মসলেম উদ্দিন: কুড়িগ্রামের নাগেশ্বরীতে এস.এস.সি সমমান ব্যাচ’৯৫ এর সহযোগিতায় আজ সরকারী কলেজ চত্বরে নাগেশ্বরীর বিভিন্ন এলাকার প্রায় ২শত হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাচের ডা: আমিনুর রহমান,সরকারী কলেজের প্রভাষক মোঃ আজিজুল ইসলাম রানা মিয়া, কেরামতিয়া উচ্চ বিদ্যরালয়ের শিক্ষক নুর ই অালম সিদ্দিকী,আইডিয়াল উচ্চ বিদ্যলয়ের শিক্ষক হামিদুল ইসলাম ও আব্দুস ছালাম,সুখাতী উচ্চ বিদ্যলয়ের শিক্ষক শাহজাহান আলি,তহশীলদার মোঃ হামিদুল হক মৃধা,নেওয়াশী কলেজের প্রদর্শক মোঃ আব্দুল হামিদ,নাগেশ্বরী আলিয়া মাদরাসার শিক্ষক হাসান হাফিজুর,ভিতরবন্দ ফাযিল মাদরাসার শিক্ষক মসলেম উদ্দিন,ইসলামী ব্যাংক কর্মকর্তা মোতালেব হোসেন বাবু,বেরুবাড়ী উচ্চ বিদ্যলয়ের শিক্ষসক নাজির হোসেন সহ সহযোগিতায় আরও অনেকে।