কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংক-লড়ি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংক-লড়ি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে সমগ্র শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমগ্রা বাংলার পরিবহন শ্রমিকের প্রাণ লৌহমানব আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শ্রমিক নেতা শাজাহান খান এমপির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাছেল, কার্যকারী সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি হাসেন আলী, আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক রোস্তম আলী, নুর আমিন মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাবু, প্রচার সম্পাদক কামরুল হাসান রিপন, দপ্তর সম্পাদক সামছুল হক বাবলু, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আয়নাল হক, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক হামিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক বিমল চন্দ্র ঘোষ, সড়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মফিজুল হক, আব্দুল লতিফ, সদস্য আরিফুল হক, আয়নাল হক, লোকমান আলী, মাসুম রানা, বাবুল হোসেন, খায়রুল হক লায়ন, ভূরুঙ্গামারী উপ-কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাঁঠালবাড়ী উপ-কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, উলিপুর উপ-কমিটির সভাপতি হামিদুল ইসলাম লিটন, রাজারহাট শাখা উপ-কমিটির সভাপতি আইয়ুব আলী সহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের কার্যকরী সভাপতি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে দেশব্যাপি বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। এ সময় কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংক-লড়ি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আয়নাল হক, কার্যকরী সভাপতি মোঃ মকবুল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনজু মিয়া, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, সড়ক সম্পাদক আতাউর রহমান, নুরনবী মিয়া ভালুক, আশরাফ আলী, দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক আখের আলী, কল্যাণ সম্পাদক আক্কাস আলী, ক্রীড়া ও ধর্ম সম্পাদক আসাদুল হক, কার্যকরী সদস্য সায়েম আলী, শফিকুল ইসলাম, কাইয়ুম সরকার, খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিবহন শ্রমিকরা জীবন বাজি রেখে হরতাল অবরোধ কর্মসূচির মুখেও গাড়ির চাকা সচল রেখে সরকারকে সহযোগিতা করেছে। যে কারণে বর্তমান সরকার অর্থনৈতিক চাকা সচল থাকায় কোন ধরণের ঝুঁকিতে পড়েনি। পরিবহন শ্রমিকদের স্বার্থবিরোধী যে কোন ধরণের কর্মকান্ড সম্মিলিতভাবে শ্রমিক নেতৃবৃন্দ প্রতিহত করবে বলে তারা জানায়।