ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
চলতি বছর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে চুড়ান্ত নির্বাচিত হওয়ায় মেহেদী হাসানসহ তার পিতামাতাকে ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির বুধবার বিকালে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সঙ্গে ছিলেন ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর ওসমান গনী। মেহেদী হাসান উপজেলার পাথরডুবি ইউনিয়নের পাথরডুবি গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম সরকারের পুত্র। মেহেদীর মাতা জমিলা বেগম পেশায় একজন গৃহিনী। মেহেদী হাসান ২০১০ সালে স্থানীয় থানাঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০১২ সালে ঢাকার আইডিয়াল কলেজ থেকে এ্ইচএসসি ও দিনাজপুরের হাজী দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএজি (কুষি) অনার্স সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএজি(কৃষি) থেকে ফাইনাল পরীক্ষা প্রদানের পর বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষা দিলে চুড়ান্ত নির্বাচিত হয়েছেন। মেহেদী হাসান বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *