স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ বেতার রংপুরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান ও আঞ্চলিক প্রকৌশলীর পিএ ফরহাদ হোসেন গত ২৫ ফেব্রুয়ারী ভুরুঙ্গামারী পরিদর্শন করেছেন।এসময় আরও উপস্থিত ছিলেন বেতারের পুরনো ডি-এক্সার ও শাপলাকুড়ি শ্রোতা সংঘের পরিচালক আব্দুল কুদ্দুস মাষ্টার।
তারা বেতারের এফএম ও এএম তরঙ্গের শ্রবণমান সম্পর্কিত মাঠ জরিপ করতে। ভূরুঙ্গামারীতে এ বিষয়ে তথ্য সংগ্রহের পর আব্দুল কুদ্দুস মাস্টারকে সঙ্গে নিয়ে তারা নাগেশ্বরী যান এবং সেখানকার শ্রোতা আব্দুল হামিদ শেখের সঙ্গে সাক্ষাৎ ও অন্যান্য শ্রোতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের পর ফুলবাড়ি হয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে চলে যান।
উল্লেখ্য যে, উক্ত বেতার প্রতিনিধিদ্বয় ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীতে স্বল্পসময় অবস্থানকালে রংপুর থেকে বেতারের আঞ্চলিক প্রকৌশলী জনাব আবু সালেহ মহোদয় ফোনালাপে আব্দুল কুদ্দুস মাস্টারকে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন