রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
ছাত্রলীগ নেতা রাসেল ও রাকিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাজীবপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে আ’লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।পরে ছাত্রলীগের দুই নেতাকে হত্যার প্রতিবাদে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ছাইদুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক ও সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ।
পথ সভায় খুলনা জেলার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছাত্রলীগ কর্মী রাকিব হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় রাজীবপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।