নাগেশ্বরী (কুড়িগ্রাম) মোঃ মসলেম উদ্দিনঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বল্পমূলে ভোগ্য পন্য সরবরাহের দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্পূর্ণ রমজান মাস ব্যাপী টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে খেঁজুর, ছোলা, ডাল, তেল, চাল, চিনি, পেঁয়াজ, রসুন, লবণ, আদাসহ প্রয়োজনীয় সকল ভোগ্য সামগ্রী সরবরাহের দাবিতে কুড়িগ্রাম-০১ আসন উন্নয়ন কমিটির আয়োজনে রোববার বেলা ১১টায় একটি মৌন মিছিল নাগেশ্বরী পৌরসভার হ্যালিপ্যাড-টেকনিক্যাল মোড় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুমের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় কুড়িগ্রাম-১ আসন উন্নয়ন কমিটির সভাপতি-আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক-মো. ইব্রাহীম আলী, বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, প্রভাষক হাফিজুর রহমান, শিক্ষক মোজাফ্ফর হোসেনসহ সকল শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।